বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সৌদি থেকে ফিরলেন আরও ৮০ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ৮০ জন শ্রমিক। গতকাল দুপুরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তারা সবাই সৌদি আরবের দাম্মামের ডিপোর্ট সেন্টারে (সফর জেলে) দেশে ফেরার অপেক্ষায় ছিলেন। এ নিয়ে এ মাসে সৌদি থেকে দেশে ফিরলেন ৫৫৮ জন শ্রমিক। জানা গেছে, ১০ অক্টোবর ১০৭ জন, ৭ অক্টোবর ১১০ জন, ৫ অক্টোবর ১১৭ জন এবং ৩ অক্টোবর ১৪৪ জন শ্রমিক সৌদি থেকে দেশে ফেরেন। তবে এর বাইরে আরও কয়েকটি ফ্লাইটে সৌদি থেকে শ্রমিকরা দেশে ফেরত এসেছে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। দেশে ফিরে আসা শ্রমিকদের অভিযোগ, সৌদি পুলিশ রাস্তা থেকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। সৌদি আরব থেকে দেশে ফিরে আসা শ্রমিকরা জানায়, দাম্মামের সফর জেল থেকে আজকে (গতকাল) ৮০ জনকে দেশে পাঠিয়েছে। আমরা একেকজন বিভিন্ন সময় পুলিশের কাছে ধরা দিয়ে এসেছি। এছাড়া পুলিশ রাস্তায় বিদেশি শ্রমিক দেখলেও ধরে নিয়ে যাচ্ছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন যে দেশেরই হোক না কেন বৈধ কাগজপত্র থাকলেও ধরে নিয়ে যাচ্ছে। কেউ সঙ্গে করে ব্যাগ নিয়ে আসারও সুযোগ পাচ্ছে না। ফেরত আসা নজরুলের অভিযোগ, আকামার মেয়াদ ডিসেম্বর পর্যন্ত থাকলেও তা আমলে নেয়নি পুলিশ।

সর্বশেষ খবর