বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘গণতন্ত্রের মৃত্যুদূত ডিজিটাল আইন’

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে এবং রাস্তায় ক্যামেরা, কলম ও নোটবুক রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএফইউজে ও ডিইউজে। এ সময় সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের নামে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট কালো আইন কার্যকর করেছে। এ আইন করে দেশের মানুষকে নিরাপত্তাহীন করা হয়েছে। মানুষের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে। সাংবাদিক নেতারা বলেন, কথিত ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে বাংলাদেশের মিডিয়ার মৃত্যুঘণ্টা বাজানো হয়েছে। এ কালো আইনটি মূলত গণতন্ত্রের মৃত্যুদূত হিসেবে পাস করা হয়েছে। সমাবেশ থেকে সম্পাদক পরিষদের সাত দফার সঙ্গে একাত্মতা ঘোষণা করা হয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) অবস্থান কর্মসূচিতে নেতারা এ কথা বলেন। বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট কবি এরশাদ মজুমদার, বিএফইউজে মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজের সহসভাপতি নুরুল আমিন রোকন, সহসভাপতি মো. মোদাব্বের হোসেন প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর