শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দুই হাজার মিটার ঘেরা জাল ২০টি মা মাছ উদ্ধার

গভীর রাতে হালদা নদীতে ইউএনওর অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুই হাজার মিটার ঘেরা জাল ২০টি মা মাছ উদ্ধার

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মত্স্যপ্রজনন ক্ষেত্র হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের স্লুইস গেট এলাকায় রাত ২টায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় দুই হাজার মিটার ঘেরা জাল এবং প্রায় ২০টি মা মাছ উদ্ধার করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রুহুল আমীন এ অভিযানে নেতৃত্ব দেন।

মুহাম্মদ রুহুল আমীন বলেন, ‘রাতে সবাই ঘুমে থাকেন। এই সময়ে সুযোগ সন্ধানী কিছু লোভী মানুষ আছে যারা নদীতে জাল ফেলে মা মাছসহ বিভিন্ন মাছ শিকার করে। বুধবার রাত ২টায় এমন খবর পেয়ে তাত্ক্ষণিক অভিযান পরিচালনা করি। অভিযানে প্রায় দুই হাজার মিটার ঘেরা জাল এবং ২০টি মা মাছ উদ্ধার করা হয়। মাছগুলোর ওজন ৩ থেকে সাড়ে ৩ কেজির মতো। জাল পুড়ে নষ্ট এবং মাছগুলো আবার নদীতে অবমুক্ত করা হয়। হালদা নদী রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর