শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বিএনপিকে নিষিদ্ধের দাবিতে যুবলীগ চেয়ারম্যানের ১০ দফা

নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে নিষিদ্ধের দাবিতে যুবলীগ চেয়ারম্যানের ১০ দফা

শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী —বাংলাদেশ প্রতিদিন

বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধের দাবিতে ১০ দফা কর্মসূচি ঘোষণা করেছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক আলোচনা সভায় তিনি বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ২১ আগস্টের গ্রেনেড হামলা রাষ্ট্রীয় মদদে হয়েছে এবং এর মূল পরিকল্পনা নেওয়া হয়েছিল হাওয়া ভবন থেকে। এ ঘটনার সঙ্গে শুধু তারেক জিয়াই নয়, বেগম খালেদা জিয়া এবং পুরো বিএনপিই জড়িত ছিল। বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী নিষিদ্ধ করা প্রয়োজন। এ সময় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ১০ দফা কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে—১. অবিলম্বে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় কার্যকর করতে হবে; ২. বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর অভিযান; ৩. বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি ও সাক্ষাৎ; ৪. বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ও সাক্ষাৎ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মো. হারুনুর রশীদ, শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর