শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আইয়ুব বাচ্চু : নিজ শহর চট্টগ্রামের প্রতি ছিল যার অফুরান ভালোবাসা

ফারুক তাহের, চট্টগ্রাম

চট্টগ্রাম থেকেই গানের জগতে প্রবেশ আইয়ুব বাচ্চুর। কিন্তু সময়ের ব্যবধানে তিনি হয়ে উঠেছিলেন দেশের ব্যান্ড সংগীতাঙ্গনের এক মুকুটহীন সম্রাট। ‘পপসম্রাট’ আজম খানের পর আইয়ুব বাচ্চুকেই এই ধারার কিংবদন্তি শিল্পী মনে করা হয়। একসময় ঢাকায় পাড়ি জমালেও নিজ শহর চট্টগ্রামের প্রতি ছিল তার অফুরান ভালোবাসা। সুযোগ পেলেই তাই ছুটে আসতেন চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে যেন আরও আইয়ুব বাচ্চু তৈরি হয়, সেজন্য চট্টগ্রামের কয়েকজন তরুণ উদ্যোক্তাকে নিয়ে নগরীর নাসিরাবাদ এলাকায় উইন্ড অব চেইঞ্জ রেস্টুরেন্টের রুফটপে শুরু করেছিলেন ‘এবি লাউঞ্জ’। এবি লাউঞ্জে আগস্ট মাস থেকে সপ্তাহের প্রতি শনিবার রাতে তরুণ ব্যান্ড শিল্পীদের বসত আসর। প্রতিটি আসরে ঢাকা বা যেখানেই থাকতেন, অনলাইনে সংযুক্ত থাকতেন আইয়ুব বাচ্চু।

এবি লাউঞ্জের অন্যতম উদ্যোক্তা উইন্ড অব চেইঞ্জ রেস্টুরেন্টের চেয়ারম্যান সামি আহাম্মেদ জানান, জন্মস্থানের প্রতি ভালোবাসা থেকেই চট্টগ্রামের তরুণ ব্যান্ড শিল্পীদের জন্য কিছু করে যাওয়ার স্বপ্ন ছিল আইয়ুব বাচ্চুর। তার চাচাতো ভাই সোলাইমান খোকা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এত কম বয়সে আমাদের ছেড়ে চলে গেল- এটা মেনে নিতে পারছি না। ছেলেবেলার বন্ধু মোহাম্মদ সাহেদ বলেন, ছোটবেলা থেকেই আইয়ুব বাচ্চু ছিল দুরন্ত একটি ছেলে। চোখেমুখে ছিল স্বপ্নিল চিত্র। সব সময় বড় হওয়ার স্বপ্ন দেখত। সেই স্বপ্ন থেকেই মাত্র সামান্য কিছু টাকা পকেটে নিয়ে ঢাকা গিয়েছিল। আজ তার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে ঠিকই, কিন্তু সে নেই। তার সংগীতজীবনের বন্ধু শিল্পী সুব্রত বড়ুয়া রনি বলেন, ‘বাচ্চু এভাবে চলে যাবে তা ভাবতেও বেশ কষ্ট হচ্ছে। ও শিল্পী হিসেবে যেমন বড় মাপের, তেমনি মানুষ হিসেবেও ছিল অসাধারণ। তার চলে যাওয়া আমাদের জন্য, ব্যান্ড সংগীতাঙ্গনের জন্য বিশাল শূন্যতা তৈরি করবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর