শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে : র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, আইয়ুব বাচ্চু সব সময় মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কনসার্টে তিনি মাদকের বিরুদ্ধে কথা বলেছেন। একটা সুন্দর সমাজ গঠনে আইয়ুব বাচ্চুর ভক্তদের বলব, আসুন তার সম্মানে স্থায়ীভাবে মাদককে না বলুন। আইয়ুব বাচ্চু খুব সংগ্রাম করে বড় হয়েছেন। চাইলে তিনি বখে যেতে পারতেন। কিন্তু বখে যাননি। আইয়ুব বাচ্চুকে ভালোবাসতে হলে আমাদের মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন। আইয়ুব বাচ্চুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে র‌্যাব প্রধান বলেন, আইয়ুব বাচ্চু কখনো নিজেকে সংগীত শিল্পী বলেননি। তিনি নিজেকে মিউজিশিয়ান বলতেন। মিউজিকের প্রত্যেকটা অঙ্গনে তার অবদান রয়েছে। এমন একজন শিল্পী  আর কখনো আমাদের মাঝে আসবে না। তার অকালে চলে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর