শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শিশু লামিয়ার নির্যাতনে জড়িতদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিশু লামিয়ার নির্যাতনে জড়িতদের শাস্তি দাবি

বরিশালে গৃহপরিচারিকা শিশু লামিয়ার নির্যাতনে জড়িতদের শাস্তি দাবিতে গতকাল মানববন্ধন অনুষ্ঠিত হয় —বাংলাদেশ প্রতিদিন

বরিশাল নগরীর কাশীপুর মদিনা সড়ক এলাকায় শিশু গৃহপরিচারিকা লামিয়াসহ সব শিশু নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশালের শিশু সংগঠন খেলাঘরের উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০টায় নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিশু সংগঠন খেলাঘর সভাপতি জীবনকৃষ্ণ দের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বর্তমান সাধারণ সম্পাদক তৌসিক আহমেদ রাহাত, শিশু সংগঠক নিগার সুলতানা হনুফা, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, শিশু সংগঠক শুভঙ্কর চক্রবর্তী, জগলুল হায়দার শাহিন, শহিদুল ইসলাম, নাজমুল হোসেন আকাশ, জহিরুল ইসলাম জাফর, নাজমুল হোসেন মিলন প্রমুখ। বক্তারা শিশু লামিয়াকে নির্যাতনকারী গৃহকর্তা আশরাফুল ইসলাম চৌধুরীকে অবিলম্বে গ্রেফতারসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, উড়ো খবরের ভিত্তিতে গত ১৫ অক্টোবর রাতে নগরীর কাশীপুর মদিনা সড়কের একটি বাসা থেকে নির্যাতিত শিশু গৃহকর্মী লামিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুলিশ। ওই দিন গৃহকর্ত্রী শারমীন আক্তারকে গ্রেফতার করা হয়। পালিয়ে যায় গৃহকর্তা আশরাফুল আলম চৌধুরী। এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের এসআই ইউনুস আলী ফরাজী বাদী হয়ে ওই দম্পতির বিরুদ্ধে মানব পাচার এবং নির্যাতন আইনে মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর