শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

তদন্ত প্রতিবেদন পেয়েই ‘ঘ’ ইউনিটের ফল : ঢাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আগেই ফল প্রকাশ করা হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই ফল প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর ৩১ মিনিট পরই হাতে লেখা প্রশ্নপত্রের ১৪টি ছবি সাংবাদিকদের হাতে আসে। এরপর প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে তাদের ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার ফল প্রকাশের কথা থাকলেও তা স্থগিত করা হয়। তবে তার আগের দিন সোমবার রাতেই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দেয় বলে জানিয়েছিলেন কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান। প্রতিবেদনের ভিত্তিতে মঙ্গলবার বিকালে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে ২৬ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হন। এরপর বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক ওবায়দুল ইসলাম ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল ও পুনরায় পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।  সেখানে বলা হয়, ‘আমরা আশা করেছিলাম কর্তৃপক্ষ এবার অভিযোগের সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্ত সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ নেবেন। কিন্তু এবারও আমরা কর্তৃপক্ষের দায় এড়ানোর প্রবণতা দেখলাম। সর্বমহলের সমালোচনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হলেও কমিটির রিপোর্ট পাওয়ার আগেই ফলাফল প্রকাশ করা হলো। এ ফলাফল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এ বিষয়ে গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তদন্ত কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সাপ্তাহিক ছুটি ও বিশ্ববিদ্যালয় শোক দিবসের ছুটির মধ্যেও অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট প্রণয়ন করে ১৫ অক্টোবর সোমবার রাতে বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিকট মতামতসহ তদন্ত প্রতিবেদন জমা দেন।’

এতে আরও বলা হয়, ‘রিপোর্ট পাওয়ার পর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কর্তৃক ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার অপরাহ্ন ৩:৩০টায়  ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। অতএব এক্ষেত্রে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর