রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

যৌতুক ও মাদকের বিরুদ্ধে গড়তে হবে গণজাগরণ

সেমিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

যৌতুক ও মাদকবিরোধী সেমিনারে বক্তারা বলেছেন, যৌতুক ও মাদকের বিরুদ্ধে সারা দেশে গণজাগরণ গড়ে তুলতে হবে। তারা বলেন, গরিবের সংসারে আগুন জ্বলছে। যৌতুক দিতে না পারায় প্রতিদিনই শত শত বিয়ে ভাঙছে। মাদকের সহজলভ্যতা যুব-তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে। হাত বাড়ালেই মিলছে ইয়াবাসহ সর্বনাশা মাদক। যুব সমাজ ফেসবুক-মোবাইল আসক্তিতে আকণ্ঠ নিমজ্জিত থেকে নিজেদের সম্ভাবনাময় জীবনকে অর্থহীন করে তুলছে। গতকাল রাজধানীর বিএমএ অডিটরিয়ামে আনজুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আয়োজক সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোখতার আহমদ সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। উদ্বোধক ছিলেন নারিন্দা মশুরীখোলা দরবার শরিফের পীর সাহেব আল্লামা শাহ্ মুহাম্মদ আহ্ছানুজ্জামান। বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু তালেব বেলাল, মাওলানা এম এ মতিন, সামীম মোহাম্মদ আফজাল, ড. আল্লামা সৈয়দ এরশাদ আহমদ আল বোখারী, আল্লামা আবু সুফিয়ান খান আল কাদেরী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর