রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
প্রতিবাদে মানববন্ধন

জাবিতে মাদ্রাসা শিক্ষার্থী ভর্তি নিয়ে বৈষম্য!

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মেধার অবমূল্যায়ন করে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এ আচরণ হিংসাত্মক, সাম্প্রদায়িক ও অসাংবিধানিক। দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসার শিক্ষার্থীরা ব্রিটিশবিরোধী আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অগ্রণী ভূমিকা পলন করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মেধা ও যোগ্যতার প্রশ্নে উত্তীর্ণ হওয়ার পরও মাদ্রাসা শিক্ষার্থীরা বর্ণবাদী, সাম্প্রদায়িক, পশ্চাৎপদতা ও জুলুমের শিকার হচ্ছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাব চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত মানববন্ধনে সংগঠনের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ এ কথা বলেন। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, এম. হাছিবুল ইসলাম, শেখ মুহাম্মাদ আল-আমিন, মুহাম্মাদ জিয়াউল হক জিয়া, এ কে এম আবদুজ্জাহের আরেফী, জি এম বায়েজীদ, এম এম শোয়াইব, ইউসুফ আহমাদ মানসুর, শরিফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর