সোমবার, ২২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

খুনি মোশতাকের দলীয় নেতা ছিলেন মইনুল

——— তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর খুনি ছিলেন খন্দকার মোশতাক। মোশতাক যখন রাজনৈতিক দল গঠন করেছিলেন, ব্যারিস্টার মইনুল হোসেন তখন হয়েছিলেন সেই দলের নেতা। এখন আবার তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী এবং ২০০১ সালের পর যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের সঙ্গে হাত মিলিয়েছেন। গতকাল ভোলা সদর উপজেলার টবগী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, মাসুদা ভাট্টি একজন সৎ আদর্শবান প্রখ্যাত সাংবাদিক। তার অনেক সুনাম রয়েছে। আর নষ্ট রাজনৈতিক চরিত্র হচ্ছে ব্যারিস্টার মইনুল হোসেনের। কারণ তিনি ২০০৫ সালের ৩০ ডিসেম্বর শিবিরের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এবং সেখানে শিবিরের গুণকীর্তন করেছেন। জাতির সামনে ব্যারিস্টার মইনুলের ক্ষমা চাইলেই হবে না, তার প্রতি মানুষের ঘৃণা প্রকাশ করা উচিত। ৫৫ জন বড় সাংবাদিক তাকে ক্ষমা চাইতে বলেছেন। একজন নারী সাংবাদিক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলেছেন। এখন সারা দেশের নারী সমাজ মইনুল হোসেনকে ধিক্কার দিচ্ছে। বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিব প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর