মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জনপ্রিয় হচ্ছে পাটের লেমিনেটেড ব্যাগ

খুলনার মিলে পাটপণ্যের বহুমুখী ব্যবহার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

জনপ্রিয় হচ্ছে পাটের লেমিনেটেড ব্যাগ

প্লাস্টিকের বস্তার ব্যবহার কমাতে পাটের লেমিনেটেড ব্যাগ তৈরি করছে খুলনার ক্রিসেন্ট জুট মিল। এরই মধ্যে সরকারিভাবে ধান বীজ সংরক্ষণের জন্য দেড় লাখ পিস ব্যাগ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি পাটকলে ব্যবহৃত সুতা ও কাঁচাপাট সংরক্ষণের জন্য লেমিনেটেড স্লাইবার ক্যানশিট (বড় ড্রাম) ও দৃষ্টিনন্দন ছোট ব্যাগ তৈরি করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, পাটপণ্যের বহুমুখী ব্যবহার বাড়াতে পাটের এই লেমিনেটেড প্রক্রিয়া নতুন সম্ভাবনা তৈরি করেছে। জানা যায়, গত আগস্ট থেকে ক্রিসেন্ট জুট মিলে বাণিজ্যিকভাবে পাটের লেমিনেটেড ব্যাগ তৈরি শুরু    হয়। প্রতিষ্ঠানটির প্রিমিয়ার লেমিনেশন প্লান্ট (পিএলপি) ইউনিটে বিশেষ প্রক্রিয়ায় এই ব্যাগ তৈরি হচ্ছে। এখানে ৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শ্রমিক কাজ করেন। কর্মকর্তারা জানান, পাটকলের অন্য ইউনিটগুলোতে যেখানে উৎপাদিত পণ্য বিক্রি করে লোকসানে রয়েছে, সেখানে পিএলপি ইউনিট শুরুতেই লাভের মুখ দেখেছে। পিএলপি ইউনিটের সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. সাহাবুদ্দিন কাজী জানান, পলি প্রোপাইলেন (পিপি দানা) বিশেষ প্রক্রিয়ায় এক্সটিউডার মেশিনের মাধ্যমে জুট ফ্রেবিক্সের (চট) ওপর লেমিনেশন করা হয়। বর্তমানে এখানে ১০ কেজি ও ২০ কেজির বাতাস প্রতিরোধক (এয়ার টাইট) ব্যাগ তৈরি করা হচ্ছে। এটি খাদ্যশস্য, ধান বীজ সংরক্ষণ ও চিনি, সার, সিমেন্ট, ফিস ফিডের মোড়ক হিসেবে ব্যবহৃত হতে পারে।  এদিকে এই পদ্ধতিতে চাহিদা অনুযায়ী পাটজাত নতুন নতুন পণ্য উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন ইউনিটের উপ-ব্যবস্থাপক (উৎপাদন) গোলাম রাসুল। তিনি বলেন, প্রথমবারের মতো খুলনার ক্রিসেন্ট মিলে এই লেমিনেটেড ব্যাগ তৈরি হচ্ছে। এই ব্যাগের অভ্যন্তরে বাতাস প্রবেশ করতে পারবে না। ফলে পণ্যের গুণগত মান ভালো থাকবে। জানা যায়, এখানে উৎপাদিত ১০ কেজির পাটের লেমিনেটেড ব্যাগ ৫১ টাকা ও ২০ কেজির ব্যাগ ৬১ টাকায় বিক্রি হচ্ছে। ক্রিসেন্ট জুট মিলের মহাব্যবস্থাপক গাজী সাহাদাত হোসেন জানান, বাংলাদেশ পাটকল করপোরেশন ও পাট মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পিএলপি প্রজেক্ট চালু হয়েছে। গত দুই মাসে লেমিনেটেড ব্যাগ উৎপাদন করে প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখেছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় চাহিদা অনুযায়ী এখান থেকে পাটজাত পণ্য সংগ্রহ করলে পাটখাতকে লাভজনক পর্যায়ে নেওয়া সম্ভব হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর