মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পানি সংকট কাটছে চট্টগ্রামে

উৎপাদনে যাচ্ছে ওয়াসার মদুনাঘাট প্রকল্প, আগামী মাসেই মিলবে ৯ কোটি লিটার পানি

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসার ‘মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্প’ আগামী মাসেই উৎপাদনে যাবে। আগামীকাল শুরু হবে পরীক্ষামূলক পানি উৎপাদন। সব প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে আগামী মাসের মাঝামাঝি সময়ে উদ্বোধন করা হবে ৯ কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন এ পানি শোধনাগার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি আনুষ্ঠাকিভাবে উদ্বোধন করার কথা। এরই মধ্যে প্রকল্পটি উদ্বোধনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। প্রকল্পটি নির্মাণ করা হয়েছে চট্টগ্রাম কাপ্তাই সড়কের হাটহাজারীর মদুনাঘাট এলাকায়। প্রকল্প সূত্রে জানা যায়, ‘চিটাগাং ওয়াটার সাপাই ইম্প্রুভমেন্ট অ্যান্ড স্যানিটেশন’ শীর্ষক (মদুনাঘাট পানি শোধনাগার) ১৮৯০ কোটি টাকার প্রকল্পটির কাজ শুরু হয় ২০১১ সালে। তবে মাঠ পর্যায়ে চূড়ান্ত কাজ শুরু হয় ২০১৫ সালের মাঝামাঝি সময়ে। বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম ওয়াসার যৌথ অর্থায়নে এটি বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে বিশ্বব্যাংক ১ হাজার ৪৯৪ কোটি ৯০ লাখ, বাংলাদেশ সরকার ৩৭০ কোটি ৩৭ লাখ ও চট্টগ্রাম ওয়াসা ২২ কোটি ৫৪ লাখ টাকা অর্থায়ন করছে। চিটাগাং ওয়াটার সাপাই ইম্প্রুভমেন্ট অ্যান্ড স্যানিটেশন প্রকল্পের পরিচালক ও ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল আবসার বলেন, ‘হালদা নদী থেকে পানি উত্তোলনের পর পরিশোধন করে তা নগরীতে সরবরাহ করা হবে। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি প্রায় শেষ। প্রকল্পটি চালুর পর ওয়াসার দৈনিক ৯ কোটি লিটার পানি উৎপাদন বাড়বে।’ প্রকল্পের উপ-পরিচালক ও ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার ১৫ প্রকৌশলী ও ওয়াসার নিজস্ব প্রকৌশলীরা এ সংক্রান্ত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছেন। আগামী বুধবার আমরা পরীক্ষামূলক উৎপাদনে যাব।’ ওয়াসা সূত্রে জানা যায়, প্রকল্পের অধীনে ১৩৫ কিলোমিটার ট্রান্সমিশন ও  ডিস্ট্রিবিউশন পাইপলাইন বসানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই পানি শোধনাগার থেকে নগরের উত্তর-পূর্ব অংশ-বৃহত্তর বাকলিয়া, মোহরা, চান্দগাঁও, কালামিয়া বাজার, কল্পলোক আবাসিক এলাকা, রাহাত্তারপুল, খাতুনগঞ্জ, খাজা রোড, ডিসি রোড, সিরাজউদ্দৌলা সড়কের পূর্ব অংশ এবং পতেঙ্গা এলাকায় পানি সরবরাহ করা। তা ছাড়া আশপাশের এলাকায়ও পানি সরবরাহ করা হবে বলে জানা যায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর