মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী আজ

প্রতিদিন ডেস্ক

সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী আজ

প্রথিতযশা বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ৬ষ্ঠ প্রয়াণ দিবস আজ। তিনি ২০১২ সালের এই দিনে ভারতের কলকাতায় প্রয়াত হন।  মৃত্যুর পূর্ববর্তী চার দশকজুড়ে তিনি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব।

একাধারে তিনি ছিলেন লেখক, ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক, সম্পাদক। সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর মাদারীপুর জেলার কালকিনি থানার মাইজপারা গ্রামে জন্মগ্রহণ করেন। জন্ম    বাংলাদেশে হলেও তিনি বড় হন ভারতের পশ্চিমবঙ্গে। পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। দুই বাংলার জনপ্রিয় এই সাহিত্যিকের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে, ‘আমি কী রকমভাবে বেঁচে আছি’ ‘যুগলবন্দী’ ‘হঠাৎ নীরার জন্য’ ‘রাত্রির রঁদেভূ’ ‘শ্যামবাজারের মোড়ের আড্ডা’ ‘অর্ধেক জীবন’ ‘অরণ্যের দিনরাত্রি’ ‘অর্জুন’ ‘প্রথম আলো’ ‘সেই সময়’ ‘পূর্ব পশ্চিম’ ‘ভানু ও রাণু’ ‘মনের মানুষ’ ইত্যাদি। শিশুসাহিত্যে তিনি ‘কাকাবাবু-সন্তু’ নামে জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য আকাদেমি ও পশ্চিমবঙ্গ শিশুকিশোর আকাদেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর