মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সম্মিলিত প্রচেষ্টায় খুলনা হবে পরিচ্ছন্ন নগরী : খালেক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় খুলনাকে স্বাস্থ্যসম্মত সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য নগরীর স্যানিটেশন ব্যবস্থা জোরদার করাসহ বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ঘটাতে হবে। গতকাল তিনি নগর ভবনের জিআইজেড মিলনায়তনে স্যানিটেশন বিষয়ে নগরীতে কর্মরত এনজিও প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভায় এ কথা বলেন। কেসিসির কনজারভেন্সি বিভাগ এ সভার আয়োজন করে। সিটি মেয়র বলেন, নগরীর বর্জ্য অপসারণ কার্যক্রম দিনের পরিবর্তে রাতে করা হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে    

 ড্রেনে গৃহস্থালি বর্জ্য এবং আউটলেটের মাধ্যমে মানব বর্জ্য ফেলার অভ্যাস পরিহার করতে হবে। পাশাপাশি ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমও জোরদার করতে হবে। সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, প্রধান প্রকৌশলী মো. নাজমুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আবদুল্লাহ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন শেখ উপস্থিত ছিলেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর