মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মানহানি মামলা

প্রতিদিন ডেস্ক

নারী সাংবাদিককে ‘চরিত্রহীন’ বলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এবার ব্রাহ্মণবাড়িয়া ও ভোলায় মানহানি মামলা হয়েছে। ১৬ অক্টোবর রাতে ৭১ টেলিভিশনে ফারজানা রূপা উপস্থাপিত ‘৭১-এর জার্নাল’ টকশোয় দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক, নারীনেত্রী ও মানবাধিকার কর্মী মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন। এর পর থেকে রাজধানীসহ সারা দেশে সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এর প্রতিবাদ জানান। এর আগে ওই   

 ঘটনায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে রবিবার ঢাকা, জামালপুর, কুড়িগ্রাম ও কুমিল্লায় পৃথক চারটি মানহানির মামলা হয়। একই ঘটনার জেরে গতকাল তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ও ভোলায় মানহানির মামলা হলো। প্রতিনিধিদের পাঠানো খবর—

ব্রাহ্মণবাড়িয়া : নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুপুরে ইংরেজি দৈনিক অবজারভারের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আয়েশা আহমেদ লিজা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি করেন। বিকালে বিচারক ফারজানা আহমেদ মামলাটি আমলে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ভোলা : সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির অভিযোগে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। মামলাটি করেছেন ভোলা জেলা মহিলা যুবলীগের আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না। গতকাল দুপুরে মামলাটি দায়েরের পর জুডিশিয়াল তদন্তের নির্দেশ দেয় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ছানাউল হকের আদালত। কুমিল্লা : সাংবাদিক মাসুদা ভাট্টির বিরুদ্ধে মানহানিকর উক্তি করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানির মামলা করেছেন সুবীর নন্দী নামের এক আইনজীবী। রবিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর