মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সাবেক হুইপ জামালসহ অন্যদের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ত্রাণের সাড়ে ৩শ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ২০টি মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালসহ অন্যদের বিরুদ্ধে বিচার শুরু করেছে আদালত। বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে রবিবার বিকালে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কাজ শুরু করেন। পাশাপাশি সৈয়দ শহিদুল হক জামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত। দুদকের করা পৃথক ২০টি মামলায় জামাল ছাড়াও স্থানীয় তৎকালীন জনপ্রতিধিদের      আসামি করা হয়েছে। ২০০৬-০৭ অর্থবছরে দুস্থদের জন্য বরাদ্দকৃত সাড়ে ৩শ মেট্রিক টন ত্রাণের চাল বিতরণ না করে আত্মসাৎ করেন অভিযুক্তরা। এই ঘটনায় ২০০৯ সালের ২৫ জুন দুদকের সহকারী পরিচালক আবদুর রহিম জোয়ার্দার বাদী হয়ে প্রকল্প কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান ও ১৯ জন সদস্যের বিরুদ্ধে বানারীপাড়া থানায় ২০টি মামলা করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল দুদকের উপপরিচালক ওয়াজেদ আলী সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সাবেক হুইপ শহিদুল হক জামালকে প্রত্যেক মামলায় অভিযুক্ত করে অভিযোগপত্র দেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর