মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ঢাবি ঘ ইউনিটে প্রশ্ন ফাঁস তদন্তে নতুন কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে আরেকটি নতুন কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। কমিটির অন্য সদস্যরা হলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এমদাদুল হক, সিন্ডিকেট সদস্য বাহালুল মজনুন চুন্নু, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সরকার ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী। এর আগে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এ কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে ফল প্রকাশ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে প্রশ্ন ফাঁসের অভিযোগে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে টানা আন্দোলন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠন। এরই পরিপ্রেক্ষিতে ঘ ইউনিটের ভর্তি কার্যক্রমকে চ্যালেঞ্জ করে একটি রিটও করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। প্রসঙ্গত, ১২ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরীক্ষা শুরুর ৪৩ মিনিট আগে ৭২টি প্রশ্ন উত্তরসহ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমে ভর্তিচ্ছুদের হাতে চলে যায়। এ প্রশ্নগুলো ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির প্রমাণ পায়। জালিয়াতির অভিযোগে প্রশাসন পাঁচজনকে আটকও করে। পরে ১৬ অক্টোবর ফল প্রকাশ স্থগিত করার ঘোষণা দিয়েও ওইদিন পুনরায় ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর