মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

চাকরি স্থায়ীর দাবিতে ফুটপাথেই রাতযাপন শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

চাকরি স্থায়ীর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন শেষে ফুটপাথেই রাত কাটিয়েছেন সেকায়েপ প্রকল্পের অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা (এসিটি)। বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশনের ব্যানারে গতকাল সকাল ১০টা থেকে তারা অনশন শুরু করেন। রাত ৮টায় পাওয়া সর্বশেষ খবর পর্যন্ত এই শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে ফুটপাথে অনশন করছিলেন। অনশনে দুই শিক্ষক অসুস্থ হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গতকাল দুপুরে প্রেস ক্লাবের সামনে কথা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করা মো. আবদুল বাতেনের সঙ্গে। বাতেন জানান, গত ২০১৫ সালের ডিসেম্বরে নীলফামারীর জলঢাকা উপজেলার খেরখেটি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের অতিরিক্ত শ্রেণি শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। গত ডিসেম্বরে সেকায়েপ প্রকল্প শেষ হওয়ার পর চাকরি এমপিওভুক্ত না হওয়ায় বেকার হয়ে পড়েছেন বাতেন। এমন হাজারো তরুণ-তরুণী তাদের চাকরি এমপিওভুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদফতর কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরছেন। বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শাহাদাতুল মুঈদ বলেন, প্রায় ৯ মাস ধরে আন্দোলন সংগ্রাম করে এলেও চাকরি স্থায়ী বা অন্য প্রকল্পে স্থানান্তরের কোনো আশার বাণী শুনতে পাইনি। তাই বাধ্য হয়ে অনশন করছি। শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলন চলবে বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনরত শিক্ষকরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেকায়েপ প্রকল্পে অর্থায়ন করে বিশ্বব্যাংক। প্রকল্পের  মেয়াদ ছিল গত বছরের ডিসেম্বর পর্যন্ত। শিক্ষক ম্যানুয়ালে দেওয়া হয়েছিল প্রকল্পের মেয়াদ শেষে নিয়মিত শিক্ষক হিসেবে এমপিওভুক্তির আশ্বাসও। সেকায়েপ প্রজেক্টের এসব অতিরিক্ত শিক্ষককে পরবর্তী সমন্বিত প্রকল্পে রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছিল। কিন্তু মাসের পর মাস বিনা বেতনে পাঠদানের পর অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা আজ ক্লান্ত। এখন তারা ক্লাস ছেড়ে রাজপথের আন্দোলনে নেমেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর