বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রূপগঞ্জে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এর জের ধরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে রাস্তার উভয় পাশে প্রায় ১৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে অসহনীয় ভোগান্তির শিকার হন যাত্রীরা। গতকাল সকালে উপজেলার বরপা এলাকার অন্তিম, নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং ও অন্তিম নিট কম্পোজিট পোশাক কারখানার সামনে ঘটে এ ঘটনা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, অন্তিম নিটিং, ডাইং অ্যান্ড ফিনিশিং ও অন্তিম নিট কম্পোজিট পোশাক কারখানায় প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে সব সেকশনের বেতন-ভাতা পরিশোধ করার কথা থাকলেও নিটিং, ডাইং ও প্রিন্টিং সেকশনের বেতন-ভাতা পরিশোধ করেনি মালিকপক্ষ। এ নিয়ে বেশ কয়েক দিন ধরেই শ্রমিকরা মালিকপক্ষের কাছে তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। সোমবার বেতন-ভাতা পরিশোধ করার আশ্বাস দেওয়া হলেও কথা রাখেনি মালকপক্ষ। বেতন-ভাতা পরিশোধের দাবিতে    বিক্ষুব্ধ শ্রমিকরা গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের ফলে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে প্রায় ১৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে কারখানার পরিচালক দেলোয়ার হোসেনসহ মালিকপক্ষ মঙ্গলবার (গতকাল) সন্ধ্যার মধ্যে বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। জেলা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি জাহিদুল ইসলাম বলেন, ‘আপাতত শ্রমিকরা শান্ত রয়েছেন। মালিকপক্ষ কথা দিয়েছে আজকের (মঙ্গলবার) মধ্যে বেতন-ভাতা পরিশোধ করবে।’

 

 

সর্বশেষ খবর