শিরোনাম
বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
দায়িত্ব নিয়ে মেয়র সাদিক বললেন

নিজে পয়সা নেব না, কারও দুর্নীতি সহ্য করব না

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিজে পয়সা নেব না, কারও দুর্নীতি সহ্য করব না

বরিশাল সিটি করপোরেশন মেয়রের দায়িত্ব গ্রহণের পর নগরভবনে জনতার অভিবাদনের জবাব দেন সাদিক আবদুল্লাহ —বাংলাদেশ প্রতিদিন

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র সাদিক আবদুল্লাহ বলেছেন, নগর ভবনের ৩শ কোটি টাকার দেনা কোনো বিষয় নয়। প্রধানমন্ত্রী জেনে শুনে তাকে এই দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর সুদৃষ্টি থাকলে ৩শ কোটি টাকার দেনা মাথায় নিয়ে দায়িত্বগ্রহণ কোনো চ্যালেঞ্জ মনে করছেন না তিনি। নগর ভবনের দেনা পরিশোধ না হওয়া পর্যন্ত নিজের বেতন-ভাতাও (সম্মানী) না নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার      সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে শপথ গ্রহণের এক দিন পর গতকাল বিকাল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে বরিশাল সিটি মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সাদিক আবদুল্লাহ বলেন, তিনি কোনো পয়সা (পার্সেন্টেজ) নেবেন না, আর কারও দুর্নীতিও সহ্য করবেন না। আইন অনুযায়ী সিটি করপোরেশন পরিচালিত হবে। সিটি করপোরেশনের কোনো কাউন্সিলরকেও ঠিকাদারি কাজ করতে দেওয়া হবে না। নগরীর ভঙ্গুর রাস্তাঘাটসহ অবকাঠামো পুনর্নির্মাণ ও মেরামত, বর্ধিত এলাকার উন্নয়ন এবং নগরীকে মাদকমুক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলেন মেয়র সাদিক আবদুল্লাহ। এর আগে গতকাল বিকাল ৩টা ২০ মিনিটের দিকে নগর ভবনের ফটকে প্রবেশ করেন মেয়র সাদিক আবদুল্লাহ ও তার নেতৃত্বাধীন পরিষদ। নগর ভবন চত্বরে প্রবেশের পরপরই সাদিক আবদুল্লাহকে ফুল দিয়ে বরণ করেন কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক, মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম প্রমুখ। এদিকে মেয়র সাদিক আবদুল্লাহর দায়িত্ব গ্রহণ এবং অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে নগর ভবনসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

 

 

 

সর্বশেষ খবর