বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আমাদের চেতনার রূপকার কবি শামসুর রাহমান

সাংস্কৃতিক প্রতিবেদক

আমাদের চেতনার রূপকার কবি শামসুর রাহমান

বাংলা একাডেমিতে গতকাল কবি শামসুর রাহমানের জন্মদিন উপলক্ষে একক বক্তৃতা অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী —বাংলাদেশ প্রতিদিন

একক বক্তৃতা অনুষ্ঠান ও আবৃত্তির মধ্য দিয়ে দেশের অন্যতম প্রধান কবি পরলোকগত শামসুর রাহমানের ৯০তম জন্মদিন উদ্যাপন করেছে বাংলা একাডেমি। গতকাল বিকালে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষের এ আয়োজনে একক বক্তৃতা প্রদান করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকউল্লাহ খান। বাংলা একাডেমির ফেলো কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। অধ্যাপক রফিকউল্লাহ খান বলেন, শামসুর রাহমানের কবিতা ধারণ করেছে আমাদের সমাজসত্তার সামগ্রিক বিবর্তন। তিনি আমাদের চেতনার কাব্যিক রূপকার। সভাপতির বক্তব্যে কবি আসাদ চৌধুরী বলেন, বাংলাদেশের সমাজমানসের বিবর্তনের সঙ্গে শামসুর রাহমানের কবিতাকে মিলিয়ে পাঠ করলে আমরা দেখব তিনি এ অঞ্চলের সমস্ত সংগ্রামী, সদর্থক ও শুভবাদী আকাঙ্ক্ষার সঙ্গে যোগাযোগ অনুভব করেছেন। কবিতাকে জনপ্রিয় করেছেন। শিল্পমান অহ্মুণ্ন রেখেও কবিতাকে যে মানুষের কাছাকাছি নিয়ে আসা যায়, সে সত্য তার হাতে প্রতিষ্ঠা পেয়েছে।

সর্বশেষ খবর