শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কুড়িয়ে পাওয়া শিশু নিয়ে দুই দম্পতির কাড়াকাড়ি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর সিটি কলেজ ক্যাম্পাস গলি থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশু নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে। এক নিঃসন্তান দম্পতি গত সোমবার ওই শিশুটি পাওয়ার জন্য আদালতে আবেদন করেছে। অপরদিকে গত কয়েকদিন ধরে শিশুটি যাদের হেফাজতে ছিল তারাও নবজাতক ওই শিশুটি স্থায়ীভাবে পাওয়ার আবেদন করেছে। আদালত দুই পক্ষের আবেদনের প্রেক্ষিতে ওই শিশুর উপস্থিতিতে আগামী রবিবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। আদালত সূত্র জানায়, গত ১০ অক্টোবর রাতে বরিশাল নগরীর সদর রোডের সিটি কলেজ এলাকার পরিচারিকা মিনারা বেগম ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে একটি শিশুর কান্না শুনতে পান। পরে তিনি ডায়পার পড়ানো এবং টাওয়েল পেঁচানো একটি মেয়ে নবজাতক দেখতে পান। শিশুটিকে কোলে নিয়ে গৃহকর্ত্রীর কাছে নিয়ে যান মিনারা। ওই রাতে নাছির উদ্দিনের স্ত্রী বিষয়টি সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপনকে অবহিত করেন।  এরপর থেকে শিশুটি রূপনের শ্বশুরবাড়ি নগরীর বাজার রোডের ব্যবসায়ী প্রয়াত ব্যবসায়ী মিরাজ আহমদের স্ত্রী কানিজ ফাতেমা লালন-পালন করছেন। শিশুটির নাম রাখা হয়েছে আয়েশা। এদিকে কুড়িয়ে পাওয়া শিশুর খবর পেয়ে নগরীর নিউ সার্কুলার রোডের আয়শা সিদ্দিকা ও তার স্বামী মিজানুর রহমান গত সোমবার ওই শিশুটি লালন-পালনের জন্য বরিশাল শিশু আদালতে আবেদন করেন। আবেদনের ভিত্তিতে আদালত আগামী রবিবার শিশুটির উপস্থিতিতে উভয়পক্ষের আবেদনের পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য্য করেন বিচারক। ওই দিন কুড়িয়ে পাওয়া শিশুটিকে আদালতে উপস্থিত রাখার জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন আদালত।

সর্বশেষ খবর