রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নিরপেক্ষ ভোটের নিশ্চয়তা চায় ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের নিশ্চয়তার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ আবদুর রহমান। তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। দেশের সম্পদ লুটের মহোৎসব চলছে। এ অবস্থা থেকে উত্তরণে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের বিকল্প নেই। গতকাল রাজধানীর চকবাজার থানার ইসলামবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি। এ সময় আরও বক্তব্য দেন মানসুর আহমেদ সাকী, আলহাজ জাহাঙ্গীর আলম, মো. সোলায়মান প্রমুখ। আবদুর রহমান আরও বলেন, চলমান শাসনব্যবস্থা মানুষের শান্তি ও কল্যাণ করতে ব্যর্থ হয়েছে। ইসলামী শাসন প্রতিষ্ঠা ছাড়া জাতির শান্তি ও মুক্তি নেই। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তফসিল ঘোষণার আগেই বর্তমান সংসদ ভেঙে দিতে হবে।

সর্বশেষ খবর