রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

চবির বি ইউনিটের পরীক্ষা সম্পন্ন

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৮-১৯ সেশনের স্নাতক ১ম বর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভর্তিচ্ছুদের দুর্ভোগ কমানোর  জন্য প্রথমবারের মতো দুই শিফটে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রথম শিফট সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ও দ্বিতীয় শিফট বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।

জানা যায়, বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৪০৯টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩১ হাজার ৭৯০ জন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭%।  আজ অনুষ্ঠিত হবে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে ১ হাজার ১৫৭টি আসনের বিপরীতে ৪৪ হাজার ৫৬৮ জন আবেদন করেছেন। সম্মিলিত এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৩৮ জন লড়বে। ভর্তি পরীক্ষার ৭টি কেন্দ  পরিদর্শন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, এই প্রথমবারের মতো আমরা নিজেদের অটোমেশন পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করছি। অভিভাবকদের হয়রানি ও যোগাযোগের সমস্যার সম্মুখীন না হতে এই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দুই শিফটে ভর্তি পরিক্ষা নেওয়া হচ্ছে।

প্রশ্নফাঁস ও ক্যাম্পাসের নিরাপত্তার জন্য এবার সর্বাধিক নিরাপত্তার ব্যাবস্থা করা হচ্ছে।

সর্বশেষ খবর