সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ড. কামালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

সংবিধান লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা ড. কামাল হোসেনের বিরুদ্ধে সংবিধান অস্বীকারের অভিযোগ আনলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘ড. কামাল হোসেন যে কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তারা যে সংবিধান দিয়ে গেছেন, তার অনেক কিছুই আজকে ড. কামাল হোসেন অস্বীকার করছেন।’ জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামালের চট্টগ্রামের জনসভায় দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন আইনমন্ত্রী। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নতুন যোগ দেওয়া বিচারকদের অরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের  উত্তর দেন আনিসুল  হক। ইনস্টিটিউটের পরিচালক ও সাবেক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও ছিলেন। আইনমন্ত্রী বলেন, ‘আমি কিন্তু বিজ্ঞ আইনজীবী ড. কামাল হোসেনকে অনেক শক্তভাবে জবাব দিতে পারতাম, কিন্তু আমার বয়োজ্যেষ্ঠদের সঙ্গে দুর্ব্যবহার করার অভ্যাস নেই। এজন্য আমি করব না। কিন্তু আমি অত্যন্ত সবিনয়ে বলব যে, আমরা সংবিধান লঙ্ঘন করি না।’

বৃহস্পতিবার আরেক অনুষ্ঠানে বক্তব্যে ব্যারিস্টার মইনুল হোসেনকে মানহানির মামলায় গ্রেফতার করা নিয়ে আইনমন্ত্রীর কাছে কৈফিয়ত চেয়েছিলেন ড. কামাল। এ বিষয়ে আনিসুল হক বলেন, মইনুলকে গ্রেফতারের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। ‘বিচার বিভাগ স্বাধীন। আমি প্রসিকিউশনকে আমার নির্দেশনা দিতে পারি। নির্দেশনাটা সবসময়ই আইনানুগ হতে হবে। প্রসিকিউশনের আইনজীবীরা সেই নির্দেশনা অনুযায়ী, আইনে যা আছে সে অনুযায়ী কাজ করবে। এক্ষেত্রে (মইনুল হোসেনকে গ্রেফতার) তার কোনো ব্যত্যয় ঘটেনি।’ সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে গতকাল সকাল থেকে সারা দেশে ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘তারা যে কারণে ধর্মঘট করছেন, তারা হয়তো আইনটা না বুঝেই করছেন। সড়ক পরিবহন আইন যেটা হয়েছে আমার মনে হয় সেটা সড়কে দুর্ঘটনা কমানোর জন্য সহায়ক হবে এবং চালকরা যদি সঠিকভাবে গাড়ি চালায়, তাহলে তাদের জন্যও সহায়ক হবে। আইনে এমন কোনো প্রভিশন (বিধান) নেই যে, তারা অন্যায় না করা সত্ত্বেও তাদের ভোগান্তিতে পড়তে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর