সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সুষ্ঠু নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না

------- চরমোনাই পীর

কুমিল্লা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন— ‘সরকার তাদের কর্মকাণ্ডের কারণে ভয়ে আছে। সুষ্ঠু নির্বাচন দিলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না।’

রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা পল্লী বিদ্যুৎ রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন— ‘টিআইবি’র রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ৯৭ জন এমপি-মন্ত্রী দুর্নীতিগ্রস্ত। দেশে দুই ধরনের চোর রয়েছে একদল অভাবী চোর আরেক দল হচ্ছে স্বভাবী চোর। এর মধ্য জনপ্রতিনিধিরা হলেন স্বভাবী চোর। তাই এসব দুর্নীতিবাজের পরিবর্তন করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। শান্তিতে বসবাস করতে হলে রাসুলের নীতি অনুসরণ করতে হবে। ইসলাম দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি। দেশে বর্তমানে যেই অশান্তির আগুন জ্বলছে তা হাত পাখাকে বিজয়ী করার মধ্য দিয়ে নিভিয়ে শান্তি ফিরিয়ে আনতে উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

চরমোনাই পীর আরও বলেন— ইসলামী আন্দোলন ছোট দল নয়, রাজনৈতিকভাবে তৃতীয় অবস্থানে। ইসলামী আন্দোলন বিজয়ী হলে এদেশের সবাই নিরাপদ। আমরা দলমত নির্বিশেষে মানুষের শান্তির লক্ষ্যে কাজ করতে চাই।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম কাসেমীর সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তৃতা করেন— কুমিল্লা-৬ আদর্শ সদরের মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ তৈয়ব, দেবিদ্বারের মনোনীত প্রার্থী ডাক্তার মো. মহসিন আলম, মাওলানা আবু তাহের।

চান্দিনা উপজেলা ইসলামী যুব আন্দোলন সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের খান ফরাজী ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলা শাখার সহ-সভাপতি জিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্য বক্তৃতা করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি এম এ বেলাল হোসেন, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মারুফ হোসেন, চান্দিনা উপজেলা ইসলামী যুব আন্দোলন সভাপতি মো. সাইফুল ইসলাম সরকার, সহ-সভাপতি মাওলানা মোস্তফা কামাল, চান্দিনা উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি এইচ এম রাশেদুল ইসলাম, ছাত্রনেতা জিএম আতাউল্লাহ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর