সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
মেঘালয়ের মুখ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দর উত্তরপূর্ব ভারতের আশীর্বাদ

কলকাতা প্রতিনিধি

ভারতের সঙ্গে বাণিজ্য সহজতর করতে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। এই সিদ্ধান্তের ফলে মেঘালয়সহ এই অঞ্চলে বাণিজ্য বৃদ্ধি পাবে বলে অভিমত তার। শনিবার শিলংয়ে ষষ্ঠ ‘ইয়ং লিডারস কানেক্ট’ শীর্ষক এক আলোচনা চক্রে এসব কথা বলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী।

ভারতের উত্তরপূর্বাঞ্চলে মেঘালয় রাজ্যের সঙ্গে বন্দর সংযোগ ও ব্যবহারের অনুমতি নিশ্চিত করার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ। এর ফলে পণ্য পরিবহনের খরচ কমে যাবে এবং আন্তর্জাতিক বাজারে উত্তরপূর্ব রাজ্যগুলো তাদের তুলে ধরারও সুযোগ পাবে।  চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের সুবিধা দিতেই চলতি মাসে ভারতের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। গত বৃহস্পতিবার দিল্লিতে দুই দেশের নৌ সচিবদের বৈঠকেই এই ব্যাপারে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চূড়ান্ত হয়েছে।

কনরাড সাংমা এদিন আরও জানান মেঘালয়ের অর্থনৈতিক উন্নয়নে ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্য বৃদ্ধি অত্যন্ত জরুরি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর