সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বেশি দামে ডলার বিক্রি, ৯ ব্যাংককে শোকজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করায় ৯টি ব্যাংককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। এর মধ্যে একটি সরকারি ও বাকিগুলো বেসরকারি। গতকাল কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পাঠানো নোটিসে তিন দিনের মধ্যে জবাব চেয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক ৮৩ টাকা ৮৫ পয়সায় ডলার বিক্রি করার নির্দেশনা দেয়। কিন্তু ৯টি ব্যাংক আমদানি পর্যায়ে ৮৪ টাকা ৬০ পয়সা  থেকে ৮৪ টাকা ৯৫ পয়সা পর্যন্ত দরে ডলার বিক্রি করেছে। আমদানিকারকদের কাছ থেকে যে দাম নেওয়া হয়েছে, এই ব্যাংকগুলো হিসাব দেখিয়েছে তার চেয়ে কম।

 প্রকৃত দর গোপন করে মিথ্যা তথ্য দেওয়ায় কেন তাদের জরিমানা করা হবে না, তা জানতে চেয়ে নোটিস  দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর