সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বরিশালে কুড়িয়ে পাওয়া সেই শিশুটি রূপনের জিম্মায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর সিটি কলেজ ক্যাম্পাস গলি থেকে কুড়িয়ে পাওয়া শিশুটিকে আপাতত সদ্য সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপনের জিম্মায় দিয়েছে আদালত। গতকাল শিশুটির উপস্থিতিতে তার আদর-যত্নে সন্তুষ্ট হয়ে বিচারক মো. মিজানুর রহমান এই আদেশ দেন।

একই আদেশে বিচারক বলেন, ব্যক্তিগতভাবে তিনি (বিচারক) শিশুটির খোঁজ খবর রাখছেন। তাদের (রূপন) লালন-পালনে সন্তুষ্ট হয়ে এই আদেশ দিয়েছেন তিনি। গত ১০ অক্টোবর রাতে বরিশাল নগরীর সিটি কলেজ এলাকার নবাব কোয়ার্টারের নাছির উদ্দিনের বাসার গৃহপরিচারিকা মিনারা বেগম ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে একটি শিশুকে কুড়িয়ে পান। শিশুটি কোলে তুলে মালিকের স্ত্রীর কাছে নিয়ে যান মিনারা। নাছির উদ্দিনের স্ত্রী বিষয়টি তার নাতি জামাই সদ্য সাবেক মেয়র পুত্র রূপনকে অবহিত করেন। রূপন কোতোয়ালি মডেল থানাকে অবহিত করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। একই সঙ্গে সাধারণ ডায়েরি করে প্রকৃত অভিভাবক অথবা আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত শিশুটি রূপনের জিম্মায় দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর