সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শেয়ারবাজারে ব্যাপক পতন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে ব্যাপক পতন

ব্যাপক পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল দেশের উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। এর মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২১২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩ ও ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১০ ও ১৮৫২ পয়েন্টে। ডিএসইতে ৩৭১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি টাকা কম। লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৪৭টি ও অপরিবর্তিত থাকে ২৮টি শেয়ার দর। লেনদেনের শীর্ষে ছিল খুলনা পাওয়ার, মুন্নু সিরামিক, শাহজালাল ইসলামী ব্যাংক, বিবিএস কেবলস, একটিভ ফাইন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অ্যাডভেন্ট ফার্মা, ভিএফএস থ্রেড ডাইং, সামিট পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৪ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২২৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৫২টি এবং অপরিবর্তিত থাকে ২৬টির দর। সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৫ লাখ টাকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর