সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রাজধানীর দুর্যোগ ঝুঁকি কমাবে ডিএনসিসির কর্মপরিকল্পনা

বিভিন্ন সেবা সংস্থার মধ্যে তথ্য বিনিময় করে এই পরিকল্পনার আওতায় তৈরি করা হবে পরিপূর্ণ তথ্য ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

অতিবৃষ্টি, ভূমিকম্প, ঝুঁকিপূর্ণ ভবন, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগগুলোর হাত থেকে জীবন এবং সম্পদ বাঁচাতে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বিভিন্ন সেবা সংস্থার মধ্যে তথ্য বিনিময় করে এই পরিকল্পনার আওতায় তৈরি করা হবে পরিপূর্ণ তথ্য ব্যাংক। এ বছরের ডিসেম্বরের মধ্যে এই কর্মপরিকল্পনা সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ড. তারিক বিন ইউসুফ। গতকাল নগর ভবনে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন অ্যান্ড ডিজাসটার রিস্ক রিডাকশন অ্যাকশন প্ল্যান শীর্ষক কর্মশালা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. জামাল মোস্তফার সভাপতিত্বে প্রকল্প বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন আরবান   রেজিলিয়েন্স প্রজেক্টের প্রকল্প পরিচালক ড. তারিক বিন ইউসুফ।  ১০টি জরুরি পরিকল্পনার মধ্যে পাঁচটির বিস্তারিত কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট পাঁচটি আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। এই পরিকল্পনার আওতায় ডিএনসিসিতে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোতে সার্বিক নাগরিক সুবিধা এবং দুর্যোগের বিষয় মাথায় রেখে স্থাপনা গড়ে তোলা হবে। প্রতিটি ওয়ার্ডে ফায়ার স্টেশন তৈরি করা হবে। দুর্যোগকালে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতকরণ এবং দুর্যোগ প্রতিরোধের জন্য অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি করা অন্যতম লক্ষ্য এই কর্মপরিকল্পনার। এ ছাড়া দুর্যোগ পূর্বাভাস প্রদানের জন্য দুর্যোগ ক্ষয়ক্ষতির ডেটাবেস প্রণয়নের বিষয়টিও পরিকল্পনার আওতাভুক্ত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর