মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সরকারি হলো আরও চার মাধ্যমিক স্কুল

নিজস্ব প্রতিবেদক

আরও চারটি মাধ্যমিক স্কুলকে সরকারি করেছে সরকার। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

সরকারি করা স্কুলগুলো হচ্ছে— বগুড়ার শাহজাহানপুরে চাঁচাইতারা-মাদলাযুক্ত উচ্চবিদ্যালয়, পঞ্চগড়ের বোদা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহের ফুলবাড়িয়া মডেল পাইলট উচ্চবিদ্যালয় ও ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্য কোনো প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন না।

সরকারি মাধ্যমিক বিদ্যালয় নাই এমন উপজেলায় একটি করে বেসরকারি মাধ্যমিক স্কুলকে সরকারি ঘোষণা   করছে সরকার। এর অংশ হিসেবে এ চার স্কুলকে সরকারি করা হয় বলে   জানা গেছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর