মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘গায়েবি’ মামলা থেকে রেহাই পেতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মিথ্যা হয়রানিমূলক ‘গায়েবি’ মামলা থেকে রেহাই পেতে বরিশালের পুলিশ সুপার (এসপি) বরাবরে স্মারকলিপি দিয়েছে বিএনপি। বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনসহ অন্য নেতারা গতকাল সকালে অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রাকিবের কাছে স্মারকলিপি জমা দেন। বিএনপির অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে জেলা পুলিশ কর্মকর্তারা। বরিশাল জেলা বিএনপি সভাপতি ও সম্পাদক সাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, ‘অতি সম্প্রতি বরিশালের বাবুগঞ্জ, উজিরপুর, বাকেরগঞ্জসহ      প্রতিটি থানায় বিএনপি নেতা-কর্মীদের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা অনেককে আসামি করে ক্ষমতাসীনদের ইঙ্গিতে পুলিশের কতিপয় উৎসাহী কর্মকর্তা মিথ্যা মামলা দায়ের করেছে। মামলায় উল্লিখিত ঘটনার সময় ও স্থানে ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নেতা-কর্মীদের হয়রানি করার উদ্দেশ্যে এই সব মামলা করা হয়েছে। প্রয়োজনের সময় এসব মামলায় অজ্ঞাতনামা আসামিদের স্থলে বিএনপি নেতা-কমীদের গ্রেফতার করা হবে বলে স্মারকলিপিতে আশঙ্কা করা হয়। নির্বাচনের সময় রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেফতার করলে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত হবে উল্লেখ করে অভিযোগ তদন্ত করে ‘গায়েবি’ মামলাগুলো জরুরি ভিত্তিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার দাবি জানানো হয় স্মারকলিপিতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর