বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর ওপর বিদেশি কোনো চাপ ছিল না : আইনমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের প্রস্তাবের ব্যাপারে প্রধানমন্ত্রীর ইতিবাচক সিদ্ধান্তে বিদেশি কোনো চাপ ছিল না। ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন সংলাপের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলে প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রের কথা বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছেন। বিদেশের কোনো চাপে নত হওয়ার মতো মানুষ প্রধানমন্ত্রী নন।

গতকাল দুপুরে নারায়ণগঞ্জের কায়েমপুর এলাকায় জেলা কারাগারের পাশে জেলা রেজিস্ট্রেশন কমপ্লেক্সের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কিছুদিন আগে ঐক্যজোট বলে একটা জোট হয়েছে। গণতান্ত্রিক দেশে রাজনৈতিক অধিকার সবার আছে, রাজনীতি করার অধিকার সবার আছে। তাদের অতীত ইতিহাস সবার জানা। তারা দিনের বেলায় এক কথা বলে রাতের বেলায় এক কথা বলে। তারা প্রধানমন্ত্রীকে পত্র দিয়েছেন, সংলাপ চান। জিয়া অরফানেজ মামলায় বেগম খালেদা জিয়ার ১০ বছরের সাজার পর তিনি নির্বাচন করতে পারবেন কিনা সে ব্যাপারে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, সংবিধানে বলা আছে, নৈতিক স্খলনের জন্য কোনো ব্যক্তিকে যদি আদালত দুই বছরের অধিক সাজা দেয় তাহলে তিনি সাজা খাটার পর পাঁচ বছর পর্যন্ত জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। বাংলাদেশ নিবন্ধন-এর মহাপরিদর্শক ড. খান মো. আবদুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলি, জেলা প্রশাসক রাব্বি মিয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর