বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

যশোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি কবির হোসেন পলাশ হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় প্রদান করেন। রায় ঘোষণাকালে সাজাপ্রাপ্তদের মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন— শহরের ষষ্টিতলাপাড়ার তরিকুল ইসলাম, চাঁচড়া রায়পাড়ার প্রিন্স ওরফে বিহারি প্রিন্স, গাড়িখানা রোডের জাহিদুল ইসলাম ওরফে কালা মানিক, ঘোপ বৌবাজার এলাকার রবিউল শেখ, ঘোপ নওয়াপাড়া রোডের সজল, টুটুল গাজী, বেজপাড়ার টিবি ক্লিনিক এলাকার ফয়সাল গাজী, রেলগেট পশ্চিমপাড়ার শহিদুল ইসলাম খান ওরফে সাইদুল ও বাঘারপাড়া বহরমপুর গ্রামের শহিদুল ইসলাম। এ ছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাসুদ রানা ওরফে মাসুদ ও রাজ্জাক ফকিরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট এনামুল হক জানান, ২০১৩ সালের ৯ ডিসেম্বর সন্ধ্যায় যশোর শহরের ঈদগাহ মোড়ে সন্ত্রাসীরা পলাশকে গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বোন ফারহানা ইয়াসমিন ১৩ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ডিবি পুলিশ ও পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) দুই দফায় তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাজাপ্রাপ্তদের মধ্যে পলাতক আছেন— শহিদুল ইসলাম খান, শহিদুল ইসলাম, প্রিন্স ওরফে বিহারি প্রিন্স, জাহিদুল ইসলাম ও রবিউল শেখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর