বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

চীনা অর্থ বিতরণ শুরু শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

চীনা কনসোর্টিয়ামের কাছ থেকে প্রাপ্ত অর্থ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ শুরু হয়েছে। গতকাল শেয়ারহোল্ডারদের মাঝে এই অর্থ বিতরণ শুরু হয় বলে ডিএসই সূত্রে জানা গেছে।

জানা গেছে, ডিএসইর ৩ জন শেয়ারহোল্ডার কৌশলগত বিনিয়োগকারীর কাছে শেয়ার বিক্রয়বাবদ প্রাপ্য অর্থ সংগ্রহ করেছেন। ডিএসই থেকে তাদের কোম্পানির নামে অ্যাকাউন্ট  পেঅ্যাবল চেক প্রদান করা হয়েছে। এর আগে ২৯ অক্টোবর ক্যাপিটাল গেইন টেক্স সুবিধা দেওয়ার বিষয়টি জাতীয় রাজস্ব  বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া অনুমোদন দেন। যার মাধ্যমে ডিএসইর শেয়ারহোল্ডারদের মধ্যে কৌশলগত বিনিয়োগকারী থেকে প্রাপ্ত অর্থ বিতরণের দ্বার উন্মুক্ত হয়। কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনের দুই শেয়ারবাজার  শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামের কাছে ডিএসইর ২৫ শতাংশ শেয়ার বিক্রিবাবদ প্রায় ৯৪৭ কোটি টাকা পাওয়া গেছে। এখান থেকে প্রাপ্ত সব অর্থ  শেয়ারবাজারে টানতে সরকারের পক্ষ থেকে ১০ শতাংশ কর ছাড় দেওয়া হয়েছে। যাতে ক্যাপিটাল গেইন বাবদ ১৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ কর দিতে হবে। তবে এই কর সুবিধার জন্য চীনা কনসোর্টিয়াম থেকে প্রাপ্ত অর্থ ৩ বছর  শেয়ারবাজারে বিনিয়োগের শর্তে দেওয়া হয়েছে। এদিকে কনসোর্টিয়ামের অর্থ বিতরণের সংবাদে শেয়ারবাজারে সূচক লেনদেন বৃদ্ধি পেয়েছে। গতকাল ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স অর্ধশত পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং হাতবদল হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৯৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ ও ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২৬ ও ১৮৭৬ পয়েন্টে।

ডিএসইতে ৫৫২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১০ কোটি টাকা বেশি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর