বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বন্ধ দাদা ম্যাচ ফ্যাক্টরিতে বালুর ব্যবসা

কোটি টাকার সম্পদ অরক্ষিত ভিন্ন কৌশলে অনুমতিপত্র!

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরির দেওয়াল ভেঙে বড় পাইপের মাধ্যমে বালুর ব্যবসা শুরু করেছে স্থানীয় কয়েকটি চক্র। এতে ম্যাচ ফ্যাক্টরির কোটি টাকার সম্পত্তি অরক্ষিত হয়ে পড়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির বেশকিছু মালামাল এরই মধ্যে চুরি হয়ে গেছে। জানা যায়, সরকারি প্রতিষ্ঠানে বালু ভরাটের নামে কৌশলে জেলা প্রশাসনের অনুমতি পত্রও সংগ্রহ করেছে চক্রটি। তবে ব্যক্তিগতভাবে ব্যবসার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন খুলনা জেলা প্রশাসক। সরেজমিনে দেখা যায়, দাদা ম্যাচ ফ্যাক্টরির সামনের অংশের দেওয়াল ভেঙে ভিতরে মোটা পাইপ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির পুরাতন উৎপাদন শাখা ও ক্যান্টিন শাখার সামনে থেকে প্রায় এক কিলোমিটার জায়গা ঘুরে পেছনের অংশের দেওয়াল ভেঙে ওই পাইপ বের করে নেওয়া হয়েছে। জানা যায়, গত ২৫ অক্টোবর জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা থেকে হাফিজুর রহমান টিটো নামের এক ব্যক্তিকে ওই এলাকায় শ্রম কল্যাণ অধিদফতরের নিচু জমিতে বালু ভরাটের জন্য ড্রেজার পাইপ লাইন বসানোর অনুমতি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এই অনুমতিপত্র দিয়ে কৌশলে চক্রটি ব্যক্তিগত বালুর ব্যবসা শুরু করেছে। সেই সঙ্গে তারা দাদা ম্যাচ ফ্যাক্টরির মূল্যবান যন্ত্রপাতি হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে শ্রম অধিদফতরের পরিচালক মো. মিজানুর রহমান জানান, বালু ভরাটের অনুমতি দেওয়া হাফিজুর রহমান টিটো নামের কোনো ব্যক্তির সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। এছাড়া সুরক্ষিত দাদা ম্যাচ ফ্যাক্টরির দেওয়াল ভেঙে বালু ভরাটের প্রশ্নই ওঠে না। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, বিষয়টি এরই মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)কে যাচাই করতে বলা হয়েছে। ব্যক্তিস্বার্থে দাদা ম্যাচ ফ্যাক্টরির দেওয়াল ভাঙা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাত্ক্ষণিকভাবে এ ধরনের ব্যবসা বন্ধ করে দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর