বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাজশাহীতে নির্মাণাধীন ভবনে ফাটল, আতঙ্ক

সরিয়ে দেওয়া হয়েছে প্রতিবেশীদের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে নির্মাণাধীন পাঁচতলা ভবনে ফাটল ধরায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিকালে নগরীর কলাবাগান এলাকার ওই ভবন পরিদর্শন করে এটিকে ঝুঁকিপূর্ণ ও বসবাসের অযোগ্য ঘোষণা করেছে সিটি করপোরেশন। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা মাইকিং করে ভবনের বাসিন্দাসহ আশপাশের লোকজনকে নিরাপদে সরে যাওয়ারও নির্দেশ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০১৬ সালে নগরীর কলাবাগান এলাকার ফজলুর রহমান পলাশের স্ত্রী হিরা বেগম পুকুর ভরাট করে সেখানে তিনতলা ভবনের জন্য নকশা অনুমোদন নিয়ে চারতলা নির্মাণ করেছেন। বর্তমানে পাঁচতলা সম্প্রসারণের কাজ চলছে। তবে নকশাবহির্ভূতভাবে ভবন সম্প্রসারণ করায় স্থানীয়রা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাছে অভিযোগ করে। এরপর তদন্ত শেষে আরডিএ অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দিলেও কাজ অব্যাহত আছে। এ অবস্থায় এলাকাবাসী বিকালে হঠাৎ করেই ভয়াবহ ফাটল দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার জানান, ভবনটি নির্মাণে নকশা মানা হয়নি। তারা পরিদর্শন শেষে দেখেছেন, সেটি ঝুঁকিপূর্ণ। ফলে সেখানে কেউ যাতে না থাকে সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর