বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাজনীতির গতি প্রকৃতি এখন খুবই আশাব্যঞ্জক

—— স্থানীয় সরকার মন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এখন রাজনীতির গতিপ্রকৃতি খুবই আশাব্যঞ্জক। সংলাপ নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে থেকে এগিয়ে এসে সংলাপে বসছেন। তাই নির্বাচনে আসার আগে দফা না দিয়ে, নির্বাচনের পর দফার মধ্যে আসেন। আগে দফা মানলে তো আর নির্বাচনের মানে হয় না। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) পরিচালনা পর্ষদের ৭১তম সভা শেষে গতকাল সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বার্ডের গবেষণা, প্রায়োগিক গবেষণা, প্রকল্প কার্যক্রম নিয়েও তিনি কথা বলেন। গতকাল দুপুরে কুমিল্লা বার্ডের লালমাই মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব ড. জাফর আহমেদ খান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুকসহ বার্ড পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কুমিল্লা বার্ডে স্থাপিত বঙ্গবন্ধু স্মৃতিমঞ্চসহ বেশকিছু স্থাপনার উদ্বোধন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর