শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

তফসিলের আগেই বয়স বৃদ্ধির প্রজ্ঞাপন দাবি চাকরিপ্রত্যাশীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রজ্ঞাপন চান চাকরিপ্রত্যাশীরা। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ‘বাংলাদেশ ছাত্র পরিষদ’ ও ‘বাংলাদেশ জনতার মঞ্চ’ এ দুটি সংগঠনের সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান তারা। দাবি আদায়ের লক্ষ্যে আজ সকাল সাড়ে ৯টায় সংগঠন দুটি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করবে এবং শনিবার সকাল ১০টায় যৌথভাবে শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম সেলিম। এতে চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার পক্ষে ১৬ দফা যুক্তি উত্থাপন করেন সেলিম। তিনি আরও বলেন, উন্নত বিশ্ব তাদের জনগণকে জনশক্তিতে রূপান্তরের ক্ষেত্রে বয়সের কোনো সীমারেখা নির্দিষ্ট করে রাখেনি। পাশের দেশসহ উন্নত দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা আমাদের দেশের তুলনায় অনেক বেশি। ছাত্র পরিষদের সভাপতি ও বাংলাদেশ জনতার মঞ্চের আহ্বায়ক আল আমিন রাজু বলেন, ‘২০১২ সালে আমরা ৩৫-এর আন্দোলন শুরু করি। নিজের হাতে সারা দেশে এ সংগঠন গড়ে তুলি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর