শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় ইসলামী ঐক্যজোট-যুক্তফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

সংলাপের সময় চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে ইসলামী ঐক্যজোট ও ৩৫-দলীয় জোট যুক্তফ্রন্ট। গতকাল পৃথকভাবে সংগঠন দুটি ধানমন্ডির কার্যালয়ে চিঠি পৌঁছে দেয়।

ইসলামী ঐক্যজোটের চিঠি : গতকাল বিকাল ৫টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে চিঠি নিয়ে যান ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন ও ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা আনছারুল হক ইমরান। আওয়ামী লীগের পক্ষে চিঠি গ্রহণ করেন দলের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

যুক্তফ্রন্টের চিঠি : দুপুর ১২টায় ধানমন্ডির প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চার দফা নিয়ে সংলাপের আবেদন জানিয়ে চিঠি দিয়েছে লায়ন সালাম মাহমুদের নেতৃত্বাধীন ৩৫-দলীয় রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট।

যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও কৃষক শ্রমিক পার্টির (কেএসপি) সভাপতি লায়ন সালাম মাহমুদ এবং যুক্তফ্রন্টের মহাসচিব ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির (বিজিপি) চেয়ারম্যান এ কে এম জুনাইদের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন বিজিপির যুগ্মমহাসচিব এ কে এম রাকিব সুমন, যুক্তফ্রন্ট নেত্রী সরদার নাসিম আরা রিমি, আঁখি শেখ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর