শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিশ্বের দৃষ্টিতে শেখ হাসিনা দূরদর্শী রাষ্ট্রনায়ক : জ্যাকব

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের দৃষ্টিতে শেখ হাসিনা দূরদর্শী রাষ্ট্রনায়ক : জ্যাকব

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। বিশ্বের দৃষ্টিতে শেখ হাসিনা দূরদর্শী রাষ্ট্রনায়ক। গতকাল সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অনুষ্ঠিত বায়ু দূষণ ও স্বাস্থ্য সম্পর্কিত প্রথম বিশ্ব সম্মেলনে এ কথা বলেন উপমন্ত্রী। জ্যাকব বলেন, সাম্প্রতিককালে বিশ্বের অন্যান্য স্থানের মতো এশিয়াতেও পরিবেশ ইস্যুগুলোর মধ্যে বায়ু দূষণ অধিকতর প্রাধান্য লাভ করেছে। উন্নয়নশীল জনবহুল দেশ হিসেবে বাংলাদেশে বায়ু দূষণ একটি অন্যতম স্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকাসহ অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ডের কেন্দ্রগুলোতে সমস্যাটি প্রকট আকার ধারণ করেছে। অধিক হারে নগরায়ণের কারণে নগরে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে অধিকহারে বায়ু দূষণ ঘটছে।

তিনি বলেন, দ্রুত নগরায়ণের ফলে কনস্ট্রাকশন ডাস্ট বা নির্মাণসামগ্রী জনিত দূষণ, ইটভাটার চিমনি থেকে নির্গত ধোঁয়া, যানবাহন, শিল্পপ্রতিষ্ঠান, কাঠ ও কয়লা পোড়ানোর ধোঁয়া ইত্যাদি ব্যাপকভাবে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া বায়ু দূষণের অন্যতম কারণ। বায়ু দূষণের ফলে স্বাস্থ্যের ওপর তাত্ক্ষণিক এবং দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ে থাকে। এতে মানুষ শ্বাসতন্ত্র, ফুসফুস এবং স্নায়ুতন্ত্রের রোগে আক্রান্ত হচ্ছে।

সম্মেলনে জ্যাকব বায়ু দূষণ রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর