শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

জয়েন্ট স্টক কোম্পানিজ কার্যালয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন বাণিজ্যিক ও অন্যান্য প্রতিষ্ঠান গঠন এবং মালিকানা রেজিস্ট্রেশনের একমাত্র সরকারি প্রতিষ্ঠান  রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিজের (আরজেএসসি) প্রধান কার্যালয়ে দালালের উৎপাত ও ঘুষের বিনিময়ে সেবা প্রদানের অভিযোগে তাত্ক্ষণিক অভিযান চালিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের অভিযোগ কেন্দ্রে পাওয়া অভিযোগের প্রেক্ষিতে গতকাল ওই দফতরে অভিযান চালানো হয়। দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে পরিচালিত এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক সেলিনা আখতার মনি ও উপসহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাৎ। জানা গেছে, আরজেএসসি প্রদত্ত সেবার মূল আবেদন অনলাইনে করার পদ্ধতি চালু হলেও চূড়ান্ত কপি বা সার্টিফিকেটের জন্য আরজেএসসি দফতরে গ্রাহকের উপস্থিতি প্রয়োজন। এ সুযোগে কিছু ল’ ফার্ম গড়ে উঠেছে যারা সেবাপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তথা গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, অভিযান চলাকালে ল’ ফামের্র ছদ্মবেশে থাকা দালালরা পালিয়ে যায়। তবে সেবাপ্রার্থী অন্যান্য গ্রাহকগণ এ অভিযানকে স্বাগত জানায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর