শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সমতলের আদিবাসী দলিতদের সাংবিধানিক অধিকার নিশ্চিত জরুরি

নিজস্ব প্রতিবেদক

‘সমতলের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো জাতীয় কনভেনশন। গতকাল রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত কনভেনশন থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে তাদের সাংবিধানিক অধিকার সমুন্নত রাখতে প্রাতিষ্ঠানিক নীতি-কাঠামো তৈরির দাবি জানানো হয়।

জাতীয় কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুলতানা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর  আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি রেজাউল হাসান এবং হেকস-ইপার সংস্থার কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ। অধ্যাপক ড. গওহর রিজভী বলেন, বাংলাদেশ অনেক উন্নতি করছে কিন্তু বৈষম্য এখনো আছে। তাই বৈষম্য কমাতে আমাদের আরও কাজ করতে হবে, সরকার এই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন ‘নাগরিক অধিকার থেকে আর কতদিন পিছিয়ে থাকবে তারা? তাই আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে দলিত এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকারকে নিশ্চিত করতে। প্রয়োজন সবার সমন্বিত উদ্যোগ।

 তিনি তার বক্তব্যে বৈষম্য নিরোধক আইন বাস্তবায়নে গুরুত্বারোপ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর