শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

অবশেষে দোহাজারী রুটে আরেক জোড়া ট্রেন

টুঙ্গিপাড়া এক্সপ্রেস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও রাজশাহী

দুই যুগ পর চট্টগ্রাম-দোহাজারী রুটে আরও এক জোড়া লোকাল ট্রেন চলাচল করবে। আজ সকাল ১০টায় পটিয়ার রেলওয়ে স্টেশন থেকে নতুন এক জোড়া ট্রেনের উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এমপি।  জানা যায়, দক্ষিণ চট্টগ্রামে যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম-দোহাজারী রুটে আরও এক জোড়া ট্রেন চলাচল শুরু হচ্ছে। এখন থেকে দুই জোড়া ট্রেনের সময় সূচি হচ্ছে চট্টগ্রাম থেকে বেলা ১১টায় ছেড়ে দোহাজারী পৌঁছবে বেলা ২টায়। আবার দোহাজারী থেকে বিকাল ৩টায় ছেড়ে সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম আসবে। চট্টগ্রাম থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে ১০টায় পৌঁছবে দোহাজারীতে। পরের দিন ভোরে দোহাজারী থেকে সাড়ে ৬টায় ছেড়ে চট্টগ্রামে পৌঁছবে সকাল সাড়ে ৯টায়। দুই জোড়া ট্রেন এভাবে চলাচল করবে বলে জানান তিনি। প্রতি শুক্রবার সাপ্তাহিক এক জোড়া ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি। এদিকে রাজশাহী থেকে ছেড়ে গেছে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’। এর আগে সকাল ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জের গোবরা রেলস্টেশন থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। মাত্র ছয় ঘণ্টায় ট্রেনটি ২৫৬ কিলোমিটার চলায় সক্ষম। ট্রেনটি ঈশ্বরদী জংশন হয়ে দুপুর দেড়টায় রাজশাহীতে পৌঁছায়। বিকাল সোয়া ৩টায় আবার টুঙ্গিপাড়ার উদ্দেশে ছেড়ে যায়। রাজশাহী থেকে ট্রেন চলার সূচনা করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এ ট্রেনটি সোমবার ও মঙ্গলবার বন্ধ থাকবে। শোভন চেয়ারের ভাড়া ৩০০ ও এসি ৫০০ টাকা। প্রতিদিন দুপুর দেড়টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ট্রেনটি ছাড়বে। আর রাজশাহী স্টেশন থেকে বিকাল ৩টায় ছেড়ে যাবে গোপালগঞ্জের উদ্দেশে।

সর্বশেষ খবর