শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

দরজা খুলল চিড়িয়াখানার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

দরজা খুলল চিড়িয়াখানার

অবশেষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো সিলেট ‘বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র’। চিড়িয়াখানার আদলে নির্মিত এই সংরক্ষণ কেন্দ্রে (চিড়িয়াখানায়) দর্শনার্থীদের জন্য রয়েছে ৯ প্রজাতির ৫৮টি প্রাণী। চলতি বছরেই আনা হবে আরও কয়েক প্রজাতির প্রাণী। গতকাল বিকালে প্রধান অতিথি হিসেবে জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন সংরক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করেন। প্রথম দিনই বন্যপ্রাণী দেখতে চিড়িয়াখানায় ঢল নামে দর্শকের। যাত্রা শুরু করা এই চিড়িয়াখানাটি সিলেটের মানুষের বিনোদনের অভাব পূরণের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণেরও সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  গত ২৭ অক্টোবর গাজীপুরের সাফারি পার্ক থেকে সিলেট চিড়িয়াখানায় স্থানান্তর করা হয় দুটি জেব্রা, দুটি হরিণ, ১২টি ময়ূর, একটি গোল্ডেন ফিজেন্ট পাখি, তিনটি সিলভার ফিজেন্ট পাখি, তিনটি ম্যাকাও পাখি, চারটি আফ্রিকান গ্রে প্যারট, চারটি সান কানিউর পাখি, ৩০টি লাভ বার্ড ও একটি অজগর। আগামীতে আরও দুটি হরিণ এবং ডিসেম্বরে বাঘসহ আরও বেশ কয়েকটি প্রাণী আনা হবে বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মনিরুল ইসলাম। চিড়িয়াখানা নির্মাণ প্রকল্প শুরুর ৬ বছর পর গতকাল এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। উদ্বোধনের দিনই বন্যপ্রাণী দেখতে ভিড় জমান কয়েক হাজার দর্শনার্থী।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর