রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রাম-দোহাজারী লাইনে নতুন ট্রেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-দোহাজারী লাইনে নতুন এক জোড়া ট্রেন চালু হয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রাম-দোহাজারী লাইনের পটিয়া রেলস্টেশনে এর উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক এমপি। এখন থেকে শুক্রবার ছাড়া প্রতিদিন এই লাইনে দুই জোড়া ট্রেন চলাচল করবে। এতে দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তিও কমবে। রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে বেলা ১১টায় ছেড়ে দোহাজারী পৌঁছবে বেলা ২টায়। আবার দোহাজারী থেকে বিকাল ৩টায় ছেড়ে সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম আসবে। চট্টগ্রাম থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে ১০টায় পৌঁছবে দোহাজারীতে। পরের দিন ভোরে দোহাজারী থেকে সাড়ে ৬টায় ছেড়ে চট্টগ্রামে পৌঁছবে সকাল সাড়ে ৯টায়। প্রতি শুক্রবার একজোড়া ট্রেন চলাচল বন্ধ থাকবে।  রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটারের পথটি রেলের একটি গুরুত্বপূর্ণ লাইন। এক সময় প্রতিদিন সকাল-বিকাল ৪ জোড়া ট্রেনের নিয়মিত চলাচল ছিল। লোকসানের অজুহাত তুলে ৯০ দশকের দিকে একে একে বন্ধ করে দেওয়া হয় সব লোকাল ট্রেন।

 এতে দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার যাত্রীকে প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে চরম দুর্ভোগে যাতায়াত করে আসছে। দীর্ঘদিন ধরে এ লাইনে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি ছিল সাধারণ মানুষের।

সর্বশেষ খবর