রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আবারও ভারত ভ্রমণের সুযোগ পাচ্ছে বাংলাদেশের ১শ তরুণ

নিজস্ব প্রতিবেদক

শত বছরের পুরনো বইয়ের পাতা উল্টাতেই নাকে আসে অতীতের অচেনা ঘ্রাণ। ভারত, বাংলাদেশসহ পৃথিবীর বহু দেশের জানা-অজানা গান, গল্প, জীবনযাপনের গতি-প্রকৃতির বিভিন্ন তথ্য নিখুঁতভাবে গুছিয়ে রাখা হয়েছে কক্ষগুলোতে। কৃষ্টি-কালচার আর ইতিহাসের সন্নিবেশে কাঠের তাকগুলো পরিণত হয়েছে জীবন্ত মহিরুহে। ভারত সফরকালে বাংলাদেশের শত তরুণের সৌভাগ্য হয়েছিল ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এর এই সংগ্রহশালা ঘুরে দেখার।  ভারত বাংলাদেশ সংস্কৃতি বিনিময়ের অংশ হিসেবে এ বছর ষষ্ঠবারের মতো ভারত সফর করেছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ১শ তরুণ। আবারও আসছে সে সুযোগ। বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন-২০১৯ এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ঢাকার ভারতীয় হাইকমিশন এই পুরো প্রোগ্রামটির আয়োজন করে। ভারতীয় হাইকমিশন ঢাকার ফেসবুক পেজে এই সফরের বিষয়ে বিস্তারিত দেওয়া হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এই সফরে অংশ নিতে আবেদন করা যাবে।  আবেদনের জন্য শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী তরুণদের জন্য ভারতকে নতুনভাবে জানা এবং নিজের দেশের সংস্কৃতিকে তুলে ধরার এটি অনন্য সুযোগ।

ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়, বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন-২০১৯ এর জন্য নির্বাচিত হতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। বাংলাদেশের ২১-৩৫ বছর পর্যন্ত বয়সের নাগরিকরা এখানে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই তরুণদের জন্য আইকন এমন বিষয়ে কৃতিত্বের অধিকারী হতে হবে। শিক্ষা, সংস্কৃতিসহ নিজেদের কর্মক্ষেত্রে সুনাম অর্জনকারী তরুণরা এই সফরে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনকারী তরুণদের মধ্য থেকে বাছাই করে উপযুক্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করবে ঢাকার ভারতীয় হাইকমিশন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ নেই। তবে মৌখিক পরীক্ষা শেষে ১শ জনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবেন তারা। চূড়ান্ত মনোনীত তরুণরাই বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন-২০১৯ এর প্রতিনিধি হিসেবে ভারত সফরে অংশগ্রহণ করবেন।

সর্বশেষ খবর