রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শেকৃবিতে ইয়াবাসহ ধরা পড়ল একজন, নাম প্রকাশ আটজনের

শেকৃবি সংবাদদাতা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাস থেকে গত শুক্রবার ১০ পিস ইয়াবাসহ তারিফ আহমেদ নামে এক ইয়াবা ব্যবসায়ী ধরা পড়েছে। তাকে আটক করে নিরাপত্তা বিভাগের সদস্যরা। পরে তারিফ তার জবানবন্দিতে এ ব্যবসার সঙ্গে জড়িত শেকৃবির চারজনসহ আটজনের নাম প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের আনসার প্লাটুন কমান্ডার এ বি ছিদ্দিক জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে ওয়াজেদ মিয়া গবেষণাগারের সামনে থেকে তারিফকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ছিদ্দিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আমরা আটককৃত তারিফকে র‌্যাব-২ এর কাছে তুলে দেই। আটককৃত তারিফের লিখিত জবানবন্দি অনুযায়ী, ইয়াবা ব্যবসার সঙ্গে যুক্ত অন্যদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবাসিক ভবন ‘দোয়েল’ এর লিফটম্যান আকতার হোসেন, নৈশ প্রহরী বাবু, নিরাপত্তা প্রহরী কার্তিক চন্দ্র ভৌমিক ও গবেষণা খামারের শ্রমিক আল আমিন। এ ছাড়াও বহিরাগতদের মধ্যে রয়েছেন মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের কামরান, ফেঞ্চু ও জনি এবং আগারগাঁওয়ের সিফাত। তার ভাষ্য অনুযায়ী, তারিফ মূলত ক্যাম্পের বাজার ও আগারগাঁও হতে উল্লিখিত ব্যক্তিদের কাছে দেওয়ার জন্য ইয়াবা ক্রয় করত।

পরে উল্লিখিতরা চাহিদা অনুসারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জনের কাছে ইয়াবাগুলো পৌঁছে দিত। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফরহাদ হোসেন জানান, তারিফের উল্লেখ করা চারজনই বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর